দাওয়াতী কাজের জাদুকরী কৌশল

“আসসালামু আলাইকুম।
কেমন আছো?
আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
পর সমাচার এই যে,…………. “

এভাবেই শুরু হতো। আর শেষ হতো-
“ইতি, তোমার ভাই,….. ।” লেখার মধ্য দিয়ে।

সেই চিঠির প্রচলন এখন আর নেই। এখন মেসেজ থেকে ‘শর্ট মেসেজ’ এসেছে। আর সেই শর্ট মেসেজ লেখার ক্ষেত্রে শব্দগুলোও হয়ে এসেছে শর্টার তথা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। যেমন, because কে লেখা হয় cz, friend কে লেখা হয় fnd। মানুষ লেখাকে সংক্ষিপ্ত করেছে ঠিক, তবে এখনো যদি কেউ হাতের লেখা চিঠি পায়, তবে প্রাণের ছোঁয়া আজও অনুভব করবে নিশ্চিত! যেমনটা আপনার ক্ষেত্রে ঘটবে!

তাই, কাউকে চমকে দিতে চাইলে লিখে ফেলুন চিঠি আর ২ টাকার সেই বিখ্যাত হলুদ খামে পুড়ে পাঠিয়ে দিন প্রিয়জনের কাছে। দেখুন না, কী জাদুকরী প্রভাব পড়ে! আর যদি তা হয় দাওয়াতি কাজের একটা মাধ্যম, তবে তো কথাই নেই। আল্লাহ চাহেন তো, এই ২ টাকার খামে পাঠানো একটি ছোট্ট চিঠি কারো জীবনই পাল্টে দিতে পারে।

মন্তব্য