দ্বীনের এপথ বড় পিচ্ছিল। শয়তান ওঁৎ পেতে বসে থাকে মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে। তাই আল্লাহর উপর তাওয়াক্কাল করে, তওবার সাথে সাথে পথ চলতে হয়। আল্লাহ বড় মেহেরবান। তিনি ক্ষমা করতে পছন্দ করেন। তাই বান্দাকে ক্ষমা করেন। সে আশা নিয়েই তো আমাদের পথচলা।
এপথচলায় একে অপরকে হকের পরামর্শ দেয়া আর ধৈর্য্য ধারণের পরামর্শ দেয়া প্রত্যেকের দায়িত্ব। এর বাইরে অবস্থান করলে জ্বলন্ত অঙ্গারের মধ্যে অবস্থানের ন্যায় চরম ক্ষতির মধ্যে থাকা হবে। একবার উপদেশ দিয়ে বা একবার ধৈর্য্যের পরামর্শ দিয়ে থেমে যাওয়ার সুযোগ কোথায়! একাজ যে চলমান কাজ। তাই তো, সূরা আসরের মধ্যে ‘ওয়াতাওয়া সওবিল’ হাক্কি বলার পরে আবার করে ‘ওয়াতাওয়া সওবিস’ উল্লেখের পরেই সবরী শব্দটি বলেছেন করুণাময় আল্লাহ।
মন্তব্য