শুনতে পাচ্ছো কিছু?

একটি বৃষ্টিস্নাত সকাল
ফোঁটাগুলো ঝরে চলেছে অবিরত।
তুমি কি এর মাঝে কোনো ডাক শুনতে পাও?
পাও কি শুনতে?
কোনো আবেদনমাখা সুর?

কেউ একজন অপেক্ষমান
হয়তো কুঁড়ে ঘরে বসে।
হয়তো ছাদের ওপরে নীল আসমান।
সেখানে সে বিশ্রাম করত
একান্ত আপনজনদের নিয়ে।

তুমি কি কোনো ডাক আসলেই শুনতে পাও?
দক্ষিণের বোবাকান্না!
পানিতে ডুব সাঁতার তোমার চোখে পড়ে?
হয়তো জোটে না খাবার
ছন্নছাড়া সে আবাস!

তাদের চোখে স্বপ্ন ছিল
এখনও আছে
থাকবে আগামীতেও।
চির তরুণ সে স্বপ্ন; ম্লান হবার নয়।
তুমি কি ডাক শুনতে পাচ্ছো?
আলতো কোনো ডাক!
অথবা সুতীব্র চিৎকার?

ভাবছি, তুমি হাত দুটো ধরবে।
হাসিমাখা মুখখানি দেখতে
তোমার হৃদয়ে হালকা টান অনুভব করছো।
ক্ষুদে সব শিশুরা
সেখানে এখনও খেলে
নতুন খেলা
যা কিনা খেলেনি আগে।

(আম্ফান পরবর্তী সময়ে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের অসহায় মানুষদের কথা বেশ মনে পড়ছে।)

** আগে নিম্নের ইংরেজী গান টাইপের কিছু একটা লিখেছিলাম। তারপর ভাবানুবাদ (হুবহু অনুবাদ নয়) করে উপরের বাংলা কবিতাটি লিখা।

It's a rainy morning.
Drops still falling.
Do you hear the calling?
Do you hear the calling?
Do you hear the calling?

Someone is waiting
May be in a hut
Without any roof
Where he could rest
With his kin best.

Do you hear the calling
Weeping from the south
Diving under water
Without having food
Very short of goods.

They had a dream
They have a dream
They will have a dream
That is evergreen.
Can you hear the calling?
Calling of the calling!
Do you hear the calling?

Hope to hold the hands.
Let's see the smiling face.
Many of the children
Playing special games,
Did not know those
Before this time.

(It's may be a song for the people in Khulna region suffering from post Amphan situation!)

মন্তব্য