তিনি ছিলেন ইঞ্জিনিয়ার,
তিনি ছিলেন ডক্টর (পিএইচডি),
তিনি ছিলেন কুরআনের হাফেজ,
তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বিভাগীয় প্রধান,
তিনি ছিলেন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল,
তিনি ছিলেন ফ্রিডম এন্ড জাসটিস পার্টির (মুসলিম ব্রাদারহুডের তৈরিকৃত রাজনৈতিক সংগঠন) চেয়ারম্যান,
তিনি ছিলেন মিশরের ইতিহাসে একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট।
এতোসব ডিগ্রী আর দায়িত্বের সাথে সাথে সর্বশ্রেষ্ঠ ডিগ্রীটিও তিনি অর্জন করলেন- শাহাদাত। জালিমের কারাগারে বন্দী থেকে, মজলুম অবস্থায় বিচার নামক প্রহসনের নাটকের কাঠগড়ায় তিনি নিহত হলেন, হলেন শহীদ। আল্লাহ তায়ালা প্রিয় দায়িত্বশীল মোহাম্মদ মুরসিকে শহীদ হিসেবে কবুল করে নিন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন।
মন্তব্য