স্বপ্ন মিনার হতে

আমার জেগে জেগে ভাবনার মাঝে
আছে এক সুবিশাল স্বপ্নের শুরু।
স্বপ্নের সিঁড়ি বেয়ে চলতে চাই সে সবুজ পৃথিবীর পানে
যেথা স্বপ্নেরা শুধু খেলাই করেনা, স্বপ্ন বুনেও মনের মাধুরীতে।

নির্মল স্নিগ্ধ বায়ুর মৃদু পরশ
আলতো করে বয়ে নিয়ে যায় সুনীল দিগন্তে।
দিগন্তের সীমা দূর হতে দূরান্তের দিকে বিস্তৃত
যেখানে স্বপ্নরেখা খেলা করে ঢেউয়ের তালে তালে।

বাতাসের মাঝে সুবিমল জ্যোতি
আলোকিত করে ঝলমল আলোয় ঠিকরে পরে।
যে বাতাসে সুমিষ্ট সুগন্ধি মায়াময় মমত্ববোধের জন্ম দেয়
বয়ে চলে স্থান থেকে স্থানান্তরে, মিনার হতে ঘরে ঘরে।

মন্তব্য